fbpx

দুই নিকৃষ্টতম কুলাঙ্গারের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রমানিত শীর্ষ ২ যুদ্ধাপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের কৃতকর্মের জন্য বাংলাদেশের আইনের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় দেন। এই শীর্ষ দুই যুদ্ধাপরাধী হলোঃ সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে সবাই চট্টগ্রামের টেরর হিসেবে চিনে এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে শীর্ষ এই দুই যুদ্ধাপরাধীকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় এবং এর মাধ্যমে কার্যকর হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ দেওয়া মৃত্যুদণ্ডের রায়।  (সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি)

আজ আমাদের জাতি আবারো কলঙ্কমুক্ত হলো। দেশ আবার মুক্ত হলো এইসকল যুদ্ধাপরাধীদের হাত থেকে। বাকিদেরও আদালতের কাঠগড়ায় এনে বিচারকার্য দ্রুত সম্পন্ন হবে এই প্রত্যাশাই রাখি। জয় বাংলা

1 Comment on দুই নিকৃষ্টতম কুলাঙ্গারের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

  1. ei borbor hotta kandor jonno besi lafalafi koris na koilam. deshe to aibi ekdin na ekdin. toder ke khoma kora hoibe na kintu bole dilam.

Leave a Reply

Your email address will not be published.


*