fbpx

আমার সম্পর্কে

পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজটি হলো নিজের সম্পর্কে লিখা। তাও আমার ছোট এই জীবন সম্পর্কে কিছু কথা না লিখলেই নয়।

আমি পিনাকী দেব অপু। বাংলাদেশে সিলেটে বিভাগের ছোট্ট একটি শহর শ্রীমঙ্গল, যা চায়ের রাজধানীর নামেও পরিচিত, সেখানেই আমার জন্ম এবং বেড়ে ওঠার সৌভাগ্য হয়েছে আমার। বর্তমানে ইংল্যান্ড-এ বসবাস করছি। “হার্ভার রেডিও” নামের এক ইংরেজি রেডিও স্টেশন-এ ডিরেক্টর এর দায়িত্ব পালন করছি। ইংল্যান্ডে এসে পড়াশোনা করেছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজিতে। ছোটবেলা থেকেই সঙ্গীত ও বাদ্যযন্ত্রের সাথে বলতে গেলে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলাম। দীর্ঘদিন তবলা বাদ্য শিখেছি এবং বাজিয়েছি। উচ্চমাধ্যমিক শেষ করেই গীটারের সাথে সুর মিলে গেল এবং তখন থেকেই গীটার বাজাই বিভিন্ন প্রোগ্রামে, কনসার্টে। বাংলাদেশে এবং ইংল্যান্ড-এ জড়িত ছিলাম নিজেরসহ বেশ কিছু ব্যান্ড এর সাথে। সঙ্গীতের সাথে ভালোবাসার টানেই পড়াশোনার পাশাপাশি শিখে নিই সাউন্ড ইঞ্জিনিয়ারিং। বর্তমানে আইটি ব্যবসার পাশাপাশি নিজস্ব স্টুডিও -তে গান, রেডিও বিজ্ঞাপন, জিঙ্গেল, ডকুমেন্টারি-শর্ট ফিল্ম ইত্যাদির অডিও ব্যাকগ্রাউন্ড স্কোর ইত্যাদি কম্পোজ করে থাকি।

অনলাইনে বিভিন্ন ব্লগারদের লেখা পড়তে পড়তেই লেখালেখির সাথে হাতেখড়ি হয় ২০০৬ কিংবা ২০০৭ সাল থেকে। প্রবাসে থাকার কারনে স্বাভাবিক ভাবেই দেশ ও দেশের মানুষ নিয়ে নানা সময় নানা চিন্তা মাথায় ঘুরপাক খায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধীর বিচার ও সমসাময়িক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে লিখালিখি করছি।

২০১৩ সালে শাহবাগের আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে ২০১৩ সালে প্রতিষ্ঠা করেছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে একটি অনলাইন রেডিও স্টেশন। যা বিভিন্ন সমস্যার কারনে মাঝে বন্ধ হয়ে গেলেও এখন আবারো ক্ষুদ্র পরিসরে চালু করেছি।

২০১৪ সাল থেকে যুক্ত হয়েছি ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন নামের একটি অর্গানাইজেশন-এর সাথে। এই অর্গানাইজেশন থেকে আমরা মূলত যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধীর বিচারের পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায়গুলো সর্বসাধারণের কাছে সহজলভ্য করে তোলার জন্য বিভিন্ন ধরনের গণসচেতনতামূলক কাজও করে থাকে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন।

তবে নিজেকে একজন অনলাইন এক্টিভিস্ট হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার এই ব্লগ-এ প্রত্যেকটি লেখাই আমার ব্যক্তিগত মতামত, কারো কোন মতের সাথে মিলে যাওয়া কিংবা অমিল হওয়া দুটিই অনেক স্বাভাবিক একটা ব্যাপার। মতের মিল কিংবা অমিলের বিষয়ে আমার ব্লগের মন্তব্য ঘর সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। তবে গঠনমূলক আলোচনা-সমালোচনা আমার বেশি পছন্দ, কারন তাতে করে আপনাদের মতামত সম্পর্কে স্বচ্ছ ধারনা এবং অনেক কিছু শিখেও নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। সকলের মতামতের প্রত্যাশায়…

– পিনাকী দেব অপু
লেখক, অনলাইন এক্টিভিস্ট, ইংল্যান্ড।